জামালপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার দুলাল হোসাইন মারা গেছেন।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি বাবা, স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক দুলাল হোসাইনের বড় ছেলে সাংবাদিক সাইমুম সাব্বির শোভন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০২১ সালের এপ্রিল মাসের মাঝামাঝিতে বাবার শরীরে ক্যানসার ধরা পড়ে। এছাড়া তিনি কিডনিজনিত রোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভারতীয় চিকিৎসক ডা. শ্রাবণ কুমার চিন্নিকাটির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। এরপর ভারতের মুম্বাইয়ের সুসরাত হাসপাতালে নিয়ে ডা. সুরেশ আদভানীর তত্ত্বাবধানে চিকিৎসা করা হয়। কিছুদিন আগে তিনি দেশে এসে একটি বেসরকারি হাসপাতালে কেমোথেরাপি নেন।
সাইমুম সাব্বির আরও বলেন, বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান।