প্রেস রিলিজ, ফিলিপিন্স আর রাশিয়ায় কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাসকের রোষের মুখে পড়া দুই সাংবাদিক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (জেএসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি শিব্বির আহমদ ওসমান ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীসহ সমস্থ নেতৃবৃন্দরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। নেতৃবৃন্দরা শুভেচ্ছা বার্তায় বলেন,বাংলাদেশে সাংবাদিকদের নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার মুহুর্তে আন্তর্জাতিক অঙ্গনে ২সাংবাদিক নোবেল পুরুস্কার অর্জন করায় বাংলাদেশের সাংবাদিক নির্যাতনকারীদের জন্য সতর্ক বার্তা বলে মনে করেন। নেতৃবৃন্দরা আরো বলেন,সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, নরওয়ের নোবেল ইন্সটিটিউট ৮অক্টোবর ২০২১সালের শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০২তম নোবেল শান্তি পুরস্কারের জন্য ফিলিপিন্সের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভের নাম ঘোষণা করেন। নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, গণতন্ত্র আর টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ে ‘সাহসী’ ভূমিকার জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে তাদের। “বিশ্বে গণতন্ত্র আর সংবাদপত্রের স্বাধীনতা যখন ক্রমেই হুমকির মুখে পড়ছে; তার বিপরীতে দাঁড়িয়ে যারা এই আদর্শের জন্য লড়াই করে চলেছেন, সেই সকল সাংবাদিকের প্রতিনিধিত্ব করছেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ।” / / বার্তা প্রেরক :-তানভীর হোসাইন ইরাক,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (জেএসইউএসবি) কেন্দ্রীয় কমিটি।