নগর সংবাদ।।বিয়ের অনুষ্ঠানকে উৎসবমুখর করতে আনা হয়েছিল সাউন্ডবক্স। আর সেই সাউন্ডবক্স চালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শাকিল শেখ (১৭) নামে এক কিশোরের।
নিহত শাকিল শেখ ওই গ্রামের হাসেম আলী শেখের ছেলে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রঞ্জু বলেন, শনিবার দুপুরে বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিচ্ছিল শাকিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে