

রোহিণী মুখার্জি ,অঙ্কন সরকার সহ অন্যান্য সদস্যরা, প্রধান অতিথি ডক্টর বরুণ কুমার হাত ধরে এই প্রদর্শনী শুভ সূচনা হয়।, এই প্রদর্শনীতি থাকছে ক্লাব সদস্যদের একটি কিউরেডেড প্রিন্ট শো,
এই প্রদর্শনীতে ৩৫টি দেশের ১৭৫ টি পুরস্কার বিজয়ী ছবি প্রিন্ট ও ডিজিটাল মিলিয়ে প্রদর্শিত হয়েছে, প্রায় ১০০ জনেরও বেশি ফটোগ্রাফার ও শিল্পী অংশগ্রহণ করেছেন এবং তাহাদের ছবি এই গ্যালারীতে প্রদর্শিত রয়েছে।


