নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের প্রধানসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ ৬।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জে পিবিআই জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদকালে তারা স্বীকার করেছে যে প্রায় তিন বছর ধরে ২৫০টিরও বেশি অটোরিকশা ছিনতাই করেছে। তাদের তথ্যের ভিত্তিতে চোরাই অটোরিকশা উদ্ধার এবং ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় আরও পাঁচটি চোরাই গ্যারেজের সন্ধান পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের বাসিন্দা ও বন্দরের ধামগড় ইউপির চৌরারবাড়ী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৮), আদমজীর বরগুনার গৌরিচন্না এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে হালিম (৪২), পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি এলাকার আব্দুল খালেকের ছেলে মো. শহিদুল (৩২), বরগুনার বউঠাকুরানী এলাকার মৃত আব্দুর রবের ছেলে বাদশা (৪৭), সোনারগাঁ থানার হাতুরাপাড়া এলাকার মো. সালাম মিয়ার ছেলে মো. আসলাম (৩০) ও সোনারগাঁ থানাধীন পেঁচাইন এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. মনির (৪০)।