মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১:৩৯
শিরোনামঃ
Logo সরকারবিরোধী মিছিল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার Logo ঢাকা মিরপুর পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। Logo চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে দুপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে-জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সদস্যরা Logo সিলেটে মঙ্গলবার (৮ জুলাই) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট Logo ঢাকা ও নারায়ণগঞ্জে আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না Logo ৭৬ তম বর্ষে খুঁটিপূজো শুভ সূচনা হলো , মল্লিক কলোনী সার্বজনীন দূর্গোহৎসব কমিটি । Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশুকে নির্যাতনের অভিযোগ Logo তাজিয়া মিছিল কারবালার শহীদদের স্মরণে দিনটি শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা Logo সারম্বরে পালিত হল, কলকাতার ইসকনের উল্টোরথ ও ভক্তদের উল্লাস। Logo ‘কোথাও কেউ নেই’র মতো কাজ নাটক এখন আর হয় না।-তৌকীর আহমেদ

সিদ্ধিরগঞ্জে ক্রয়কৃত সম্পতি ফিরে পেতে ভূমিদস্যু হাসান বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন আবুল কালাম

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১১, ২০২২, ১২:৪১ পূর্বাহ্ণ
  • ৩৭২ ০৯ বার দেখা হয়েছে

সিদ্ধিরগঞ্জে ক্রয়কৃত সম্পতি ফিরে পেতে ভূমিদস্যু হাসান বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন আবুল কালাম

আবুল কালাম শিকারীপাড়া, লালমাই কুমিল্লা জেলার মৃত আঃ হকের ছেলে। বর্তমান নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা, ভূমিদস্যু হাসান হাসান সি ৫৭২ মিজমিজি পশ্চিম পাড়া মাদ্রাসা রোড মৃত মোঃ মুকবুল হোসেনের ছেলে।

আবুল কালাম ভূমিদস্যু হাসানের সঙ্গে ব্যবসায়ী কাজে পরিচিত হয়, টাকার প্রয়োজন হাসান নিজ বসতি বাড়িটি বিক্রিয়ের সিদ্ধান্ত নিলে আবুল কালাম বাড়ি কিনবার মত প্রকাশ করলে কালাম ও হাসান নিজেদের মধ্যে বাড়ির মুল্য ১ কোটি টাকা নির্ধারন হয়। বাড়ি টির জায়গার পরিমাণ ৬ শতাংশ তফসিল মৌজা খতিয়ান নং সি,এস ৭৯৪,এস, এ১০৮৭,
আর,এস ১৬১৬, দাগ নং- সি,এস ও এস, এ ২২১১, আর,এস ১৫৯৩ নং দাগে মোট নাল ও বাড়ী ভুমি ৫০ শতাংশ এবং পশ্চিমাংশে ১৮ শতাংশ হইতে বাড়ী ভূমি ০৬ শতাংশ অর্থাত ৪৮০০ বর্গফুটের আয়তনের দোতলা দালান ৫২ লক্ষ টাকা রেষ্ট্রি বায়না করেন।

১ কোটি টাকা মুল্য নির্ধাণ করে ৬ শতাংশ জমি ও দোতলা বাড়ী টি ৩০-০৫-২০১৮ ইং তারিখে ৫২ লক্ষ টাকা নগত অর্থ হাসান কে বুজিয়ে দিলে হাসান বাড়ী টি কালমকে রেষ্ট্রি বায়না করে দেন।

No description available.

Open photo

সেই তারিখ থেকে শুরু করে ১ বছর মেয়াদে ৯ মাস বাড়ী ভারার টাকা হাসান কালাম কে বুজিয়ে দিয়ে আসে । ১ বছর রেষ্ট্রি বায়নার মেয়াদ শেষ হবার তিন মাসের আগেই কালাম বাড়ী টি বাকি ৪৮ লক্ষ টাকা নিয়ে হাসানের সঙ্গে বসলে হাসান বাড়ী টি দিতে অশিকার করলে কালাম বিভিন্ন ভাবে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিসি বৈঠক বসেন এতে করে কোনো প্রকার উপর্কৃত না হয়ে আইনি সহায়তা নিতে সিদ্ধিরগঞ্জ থানা অভিযোগ দায়ের করেন তাতেও কোনো প্রকার সমাধানের ভিত্তি খুঁজে না পেয়ে কোর্টে মামলা করলে কোর্ট থেকে মামলার রায় কালামের পক্ষে যায়। এতেও কালাম রেষ্ট্রি বায়না করা বাড়ী বা টাকা কোনটাই না পেয়ে হতাশায় জীবন কাটাচ্ছেন।

এরইমধ্যে কালামের বিপক্ষে হাসান ০৪-০৪-২০২২ ইং তারিখে কালাম কে ১ নং আসামি করে কোর্টে মামলা জড়িয়ে দেয় তার সঙ্গে আরো ৪/৫ জন বন্ধুকে আসামি করে হয়রানি করে।

 

Open photoOpen photo

পরবর্তীতে কালাম ১৫-০৬-২০২২ ইং তারিখে বাদী হয়ে হাসানের বিরুদ্ধে ১টি মামলা করে ওয়ারেন্টর কপি থানায় পৌছানোর আগেই হাসান জামিন নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠে। বেপরোয়া হয়ে কালাম কে বিভিন্ন ভাবে হুমকি ও জীবন নাসের ভয় ভিতী দিতে থাকে । এই সুযোগে কালামের ঘনিষ্ঠ বন্ধু পরিকল্পিত ভাবে কালম ও হাসান এর লেনদেন নিষ্পত্তি করার কথা বলে গত ২৬-০৮-২০২২ ইং তারিখে আনুমানিক সকাল ১১ টায় আরিফ কালাম কে ডেকে নিয়ে হাসানের বাড়ীর উদ্দেশ্য রিকশা করে রউনা করলে আরিফ হাসানের বাড়িতে না গিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী রাস্তায় একটি সিএনজি দাড় করিয়ে রাখে। ঐখানে হাসান সহ আরো ৪ জন লোক ছিল। আমি কিছু বুঝার আগেই আমাকে গামছা দিয়ে চোখ মুখ বেধে অচেতন করে নিয়ে গেছে আমি তা আর জানিনা।

No description available.

Open photo

আমার বাড়ীর লোকজন আমার কোনো খোঁজ না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নিখোঁজ জিডি করেন। আরিফ ও বাকি ৪ জন আমাকে কোথাও নিয়ে যে কয়দিন রেখেছে ততদিন আমাকে ঘুমের ঔষধ খাইয়ে রাখতেন এবং আমাকে পায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। আরিফ থানায় জিডি করার বিষয় টি জানতে পেয়ে আরিফ ও তার সহযোগীরা আমাকে ০৭-০৯-২০২২ ইং তারিখে মিজমিজি গিয়াসউদ্দিন স্কুলের পাশে আনুমানিক ভোর ৪টার দিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয় লোকজন আমাকে দেখে আমার বাড়ীতে খবর দিলে আমার বাড়ীর লোকজন এসে আমাকে খানপুর হাসপাতালে নিয়ে কিছুটা সুস্থ করে বাসায় নিয়ে আসেন। আমি স্বাভাবিক সুস্থ হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় যথাক্রমে হাসান,হাসানের স্ত্রী, আরিফ ও সিদ্দিকুর রহমানের নামে ১ টি অভিযোগ দায়ের করি।

কালাম আরো বলেন টাকার বিনিময়ে বাড়ী কিন্তে গিয়ে আজ আমি ও আমার পরিবার ভূমিদস্যু হাসান ও তার সন্ত্রাসী বাহিনীর আতংকে জীবনযাপন করছি। তাই আজ নিরূপায় হয়ে সুষ্ঠ বিচারের আশায় এই সংবাদ সম্মেলনে  সাংবাদিক ভাইদের হলাম দ্বারস্থ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell