নগর সংবাদ।।সিরাজগঞ্জে ধান মাড়াইয়ের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মে) দুপুরের দিকে জেলা সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার (অপারেশন) কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, সকালে নিজ বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন কৃষক আল-আমিন। একপর্যায়ে মাড়াই মেশিনের লিকেজ বৈদ্যুতিক তারে ম্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।