নগর সংবাদ।। শিপন উদ্দিন,কেরানীগঞ্জ: ঈদুল আযহা উপলক্ষে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। কেরানীগঞ্জের বেশ কয়েকটি হাটে ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন নয়। বিভিন্ন জায়গায় লেখা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাক্স পরিধান করার কথা থাকলেও বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মেনে চলছে না। তবে আজ সোমবার হাটে ক্রেতা ও বিক্রেতা ভিড় ছিল উপচে পড়া। বিক্রেতাদের প্রতি চড়া দাম হাঁকানোর অভিযোগ তুলেছে গরু কিনতে আসা ক্রেতারা। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কঠোর ভাবে বলা হলেও তা শুধু প্রচারণাতেই আটকে রয়েছে। বেশ কয়েকটি হাট ঘুরে দেখা স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করছে এবং হ্যান্ড সেনিটাইজার ব্যবস্থা রেখেছে। । হাট কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা বলছে আমরা ক্রেতা-বিক্রেতা উভয়কে স্বাস্থ্যবিধি মানতে এবং মাক্স পড়তে নির্দেশনা দিয়েছি।