এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুমিনুল হককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর আগে এ অভিযোগে শিক্ষকের পদ থেকে তাকে সামায়িক বরখাস্ত করা হয়েছিল।
এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে শিক্ষক মুমিনুলকে আটক করেন সংস্থাটির শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র্যা বের লেফট্যানেন্ট মোহাম্মদ নাহিদ হাসান শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
২৩ মার্চ শিক্ষক মমিনুলের বিরুদ্ধে বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এনে এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন এলাকাবাসী। ওইদিনই বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন তাকে সাময়িক বরখাস্ত করেন।
অভিযোগের বরাত দিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন সহকারি শিক্ষক মুমিনুল হক। সম্প্রতি তিনি মেয়েটিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই জড়িয়ে ধরেন। এর প্রতিবাদে স্থানীয়রা ২৩ মার্চ হবিগঞ্জ-লাখাই সড়কে আন্দোলনে নামলে প্রশাসন তাদেরকে শান্ত করে।