হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ -১৪৩০ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, কৃষি অফিসার হাফিজ হাসান,তদন্ত (ওসি) আক্তারুজ্জামান লিটন,উপজেলা.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জাহিদুল ইসলাম বাবু মিয়া,মনজুর রাশেদ,আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট বজলুল রহমান,বসির উদ্দিন,কামাল হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী,সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারন। মঙ্গল শোভাযাত্রার বর্নিল সাজে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসময় অংশ গ্রহণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে আলোচনা সভা,ঝাপান,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।লাঠি খেলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন লাঠিয়াল বাহিনী।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।