৫৪ নং উত্তর ভেড়ভেড়ী বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চুরি।
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। দিনাজপুরে, খানসামা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। সোমবার ১১/০৯/২০২৩ তারিখে ৫৪ নং উত্তর ভেড়ভেড়ী বাবু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চুরির ঘটনা ঘটে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ওফা জানান, প্রতিদিনের ন্যায় নির্দিষ্ট সময়ে স্কুলের সকল কক্ষ তালা বন্ধ করে সকল শিক্ষক-শিক্ষিকা বাসায় চলে যায়। পরে দিন সকালবেলা যথাসময়েই স্কুলে এসে তিনি দেখতে পান কেচি গেটের তালা সহ অফিস এবং সকল শ্রেণীকক্ষের তালা ভাঙ্গা । তিনি ভিতরে ঢুকে দেখতে পান অফিস-কক্ষের ১টি সিলিং ফ্যান সহ শ্রেণীকক্ষের ছয়টি সিলিং ফ্যান এবং স্কুলে পানি উত্তোলনের এক হর্সের একটি মটার এবং একটি লেজার প্রিন্টার আটটি তালা নাই। বিষয়টি খানসামা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করে, থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি জানান স্কুলটি ফাঁকা জায়গায় অবস্থিত হওয়ায় প্রায়শই এরকম চুরির ঘটনা ঘটে, এর আগেও স্কুলের টিউবয়েল সহ স্কুলের বিভিন্ন মালামাল চুরি হয়েছিল। সরজমিনে গিয়ে দেখা যায় ফ্যান চুরি হওয়ার কারণে স্কুলের শিক্ষার্থীদের এই গরমে ক্লাস করতে খুবই কষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা জানায় গরমের কারণে ক্লাস রুমে বসে ক্লাস করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে, এবং পানি উত্তোলনের মটর চুরি হওয়াতে পানির পিপাসা মেটানোর জন্য দূরে পাশের গ্রামে যেতে হচ্ছে।