বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৯
শিরোনামঃ
জনকল্যাণমূলক বৃহৎ কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে চলছেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত-হাসনাত আবদুল্লাহ। এটিএন বাংলা-জেএসএস অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ-প্রেস সচিব শফিকুল আলম। আইভীর জামিন,হত্যাসহ ৫ মামলায় – স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষ। লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন : আন্তর্জাতিক মানে চট্টগ্রাম বন্দর গড়তে বিদেশি ব্যবস্থাপনার আহ্বান এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। কলেজ শিক্ষিকা স্ত্রী নিখোঁজ থানায় জি,ডি করতে এসে স্বামী জানেন সে অভিযুক্ত। চট্টগ্রামে ব্যবসায়ী হাকিম হত্যার রহস্য উন্মোচনে জেলা পুলিশের দৃষ্টান্তমূলক সাফল্য রাজ্যস্তরের ডাক টিকিট প্রদর্শনী– BONGOPEX প্রেস কনফারেন্স করেন।

আজ যৌথ উদ্যোগে, একটি শববাহী গাড়ির শুভ সূচনা এবং হস্তান্তরিত হল।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১১, ২০২৩, ৩:০২ পূর্বাহ্ণ
  • ১২৯ ০৯ বার দেখা হয়েছে

 

আজ যৌথ উদ্যোগে, একটি শববাহী গাড়ির শুভ সূচনা এবং হস্তান্তরিত হল।

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ  ২৪ ডটকম,,কলকাতা  ব্যুরো

আজ ১০ই সেপ্টেম্বর ২০২৩, রবিবার ঠিক সকাল সাড়ে দশটায়, উত্তর কলকাতার জনহিত প্রকল্প এবং ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড , একটি হার্স ভ্যান দান করলেন অভাবীদের সেবা করার জন্য। উওর কলকাতার জনহিত সংকল্প এন কে জে এস এবং ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, এন এফ এল একত্রিত হয়ে সুবিধা বঞ্চিতদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেললেন,

No description available.

এবং যৌথ প্রচেষ্টায় সিএস আর প্রোগ্রামের অধীনে এন এফ এল দ্বারা উদারভাবে অবদান রাখা একটি হার্স ভ্যান হস্তান্তরের মাধ্যমে নজির করলেন।, আজ একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ,এই ভ্যানের শুভ সূচনা হয় এবং হস্তান্তর হয়,। এবং সকলে একত্রিত হয়, স্থানীয় উপস্থিত ছিলেন শ্রী রীতেশ তিওয়ারী ,এন এল এফ এর স্বতন্ত্র পরিচালক, ডক্টর সুনীতি কেপি চেয়ারম্যান, ডাবলু ডিবি, ইলেকট্রিক এন্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রমোশনাল কাউন্সিল, ভারত সরকার,

No description available.

এবং সেক্রেটারি জেনারেল ইন্দো বাংলা কাউন্সিল,। শ্রী মনোজ কৃষ্ণ, মিশ্র শুল ও পরোক্ষ করের সহকারী কমিশনার, শ্রী কৌশিক সেন, আর্থিক বিশেষজ্ঞ, লেখক এবং রোটারী মিনস বিজনেস কলকাতার সভাপতি।,। শ্রী অতুল সিং, ভাইস প্রেসিডেন্ট ইমামি গ্রুপের সিএসআর, সজল মহারাজ রামকৃষ্ণ মিশন, উপস্থিত সকল অতিথিরা ভারতমাতার সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন, এবং ভারত মাতাকে ফুল দিয়ে প্রণাম জানান,

No description available.

সকল অতিথিদের ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন এবং হাতে পুষ্পস্তবক তুলে দেন, যে সকল সম্মানিত অতিথীরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এন এফ এল এর রীতেশ তেওয়ারি কাছ থেকে এন কে আই এস এর সভাপতি শ্রী যশবন্ত সিং কাছে হার্স ভ্যানের চাবি হস্তান্তর করেন।।

বক্তৃতার মধ্য দিয়ে একটি কথা তুলে ধরেন, এরকম একটি শববাহী গাড়ি আগে কোনদিন দিন, কোন সংস্থা বা এনজিও দেয় না, কোথাও এই ধরনের গাড়ি এখনো পর্যন্ত ব্যবহার হয় না, গাড়িটির মধ্যে একটি মৃত মানুষকে বেশ কয়েক ঘন্টা ফিজার করে রাখা যায়, কোনরকম দুর্গন্ধ বা কিছু হবে না, শুধু তাই নয়, এই গাড়িটিতে দশটি আসন বিশিষ্ট , পরিজনেরা যেতে পারবে, অন্যান্য গাড়িতে নাই, এই গাড়িতে করে দূর দূরান্ততে ও এই ধরনের মৃত মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে।,

No description available.

সংস্থার সভাপতি যসবন্ত সিং বলেন, আমরা বিভিন্নভাবে মানুষের পাশে সারা বছর সহযোগিতার হাত বাড়িয়ে দিই কিন্তু এই ধরনের একটি গাড়ি আমরা অনেকদিন আগে থেকেই সংকল্প করেছিলাম। মানুষের জন্য নামানো, আজ যৌথ উদ্যোগে সম্পূর্ণভাবে সার্থক হলো, সাথে সাথে যোগাযোগের ব্যাপারটাও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরলেন, সংস্থার বিভিন্ন রকম সাইড দেওয়া আছে এবং ফোন নাম্বার, কারো যদি এই গাড়ি প্রয়োজন হয় ,অতি অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।।

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর

Open photoসংবাদ  ২৪ ডটকম,,কলকাতা  ব্যুরো

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell