জানা গেছে, জাল জালিয়াতির একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য রোববার বেলা সাড়ে ১১টায় আদালতে আসেন জাকির হোসেন। এসময় আদালতের বারান্দায় এসে জাকির হোসেন তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসই দেন। এর পরেই তিনি বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন।
সঙ্গে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই জাকির সেখানেই মারা যান। পরে জাকিরের মরদেহ তার স্বজনরা কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া গ্রামে নিয়ে যায়। তিনি ওই গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে।