, ,, বিধানগড় ও রবীন্দ্রনগর থানার সংযোগস্থলে পাহাড়পুর আমরা ক জন ক্লাব, ,, ,, থিম নাইবা হোক,, কিন্তু প্রত্যন্ত গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা একত্রিত হয়ে ,,যেভাবে ৫৩ টি বছর এই পুজোকে ধরে রেখেছেন এলাকার মানুষ গর্বিত,, যাহারা এই পূজোকে একটি সুন্দর রূপদান করেছেন এবং পূজোর আয়োজন করেছেন তাহারা কেউ চাকরিজীবী বা পয়সাওয়ালা ঘরের কেউ নয়।,,
, কেউ স্কুল পড়ুয়া,,, কেউবা কলেজ পড়ুয়া,,, কেউবা বাবা-মা কে সাহায্য করতে কোন একটা ছোট কাজে যুক্ত,, , এবং যে এলাকায় এই পুজটি শুভ সূচনা হয়, , অতি গ্রাম্য পরিবেশ এবং কেউ সচ্ছল পরিবারের নয়,,,, কিন্তু সবাই এই ছোট ছোট ছেলে মেয়েদের পাশে উৎসাহ দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ,,আর তাহাদের উৎসাহয় ও সাহসে এই সকল ছেলে মেয়েরা ৫৩ টি বছর এই পুজো চালিয়ে যাচ্ছেন।, ,,
কিন্তু এলাকার মানুষ এই সকল ছেলেদের কে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছেন উৎসাহিত করতে,, ক্লাবের ছেলে মেয়েরা জানালেন ,আমরা শুধু পুজো করছি তাই নয়। আমরা ছোট ছোট ভাই-বোনদের উৎসাহিত করতে কিছু অনুষ্ঠান ছোট ছোট রেখেছি। যাতে তাহারাও আমাদের সাথে এইভাবে আনন্দে কাটাতে পারে,