পুলিশ জানায়, প্রবাসী নূর নবীর বাড়ির একটি ঘরে দীর্ঘদিন ধরে কয়েকজন অসাধু ব্যক্তি নকল ডিটারজেন্ট পাউডার তৈরি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে ওই বাড়িতে অভিযান চালায় চরজব্বার থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যায় ওইস্থানে থাকা লোকজন। পরে ঘটনস্থল থেকে ভেজাল ডিটারজেন্ট তৈরির একটি মেশিন, প্যাকেট তৈরির দুটি মেশিন, একটি দেশীয় তৈরি নকল কলম তৈরির মেশিন, ভেজাল ডিটারজেন্ট পাউডার ৩০০ প্যাকেট, ভেজাল রিম ডিটারজেন্ট পাউডার ২০০প্যাকেট, ডিটারজেন্ট তৈরির কাজে ব্যবহৃত সাদা রাসায়নিক পাউডার অনুমান দুই হাজার কেজি জব্দ করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, জব্দকৃত মালামাল তালিকা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।