শনিবার ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩১
শিরোনামঃ
Logo ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-৭ দিন জাতীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার Logo সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যু করা প্রবেশ পাস ছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডসহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী ‘প্রবেশ পাস’ বাতিল করেছে সরকার-সার্বিক নিরাপত্তার স্বার্থে। Logo থার্টি-ফার্স্ট নাইট আতশবাজি অপ্রতিকার ঘটনা এড়াতে অভিযান -বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করে মহানগর (ডিবি) Logo চাঁদপুরে জুমার সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় এক ইমামকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। Logo জানুয়ারীতে ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Logo চাঁদপুর মেঘনা নদীতে জাহাজে হত্যাকাণ্ডের শিকার সজীবুল ইসলাম-মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন বাবা,, Logo কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল, দীনেশচন্দ্র সেন আলোচনা সভা ও গবেষণা পুস্তক সম্মাননা ২০২৪। Logo লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় গার্মেন্টস ঝুট দখলে নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৭ Logo বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় চিকিৎসক জেল হাজতে

ফতুল্লায় আ’লীগ নেতা মজিবুরের বিরুদ্ধে ছোট বোনের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-এম পি শামীম ওসমানের হস্তক্ষেপ দাবী

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৬, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ
  • ৩১৪ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

ফতুল্লায় আ’লীগ নেতা মজিবুরের বিরুদ্ধে ছোট বোনের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-এম পি শামীম ওসমানের হস্তক্ষেপ দাবী

ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য মজিবুর গং ৪৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাত করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন তারই আপন ছোট বোন ফাহমিদা শারমিন খান। শুধু তাই নয় পৈত্রিক সূত্রে পাওয়া বোনদের জমিও আত্মসাত করেছেন মজিবুর ও তার ভাই জুয়েল। ফারমিদা আরও অভিযোগ করেন, মজিবুর ও জুয়েল কোন ব্যবসা বা চাকরী করে না। তাদের আয়ের একমাত্র উৎস এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল এবং বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন উপায়ে টাকা আত্মসাত করা। এই দুই চাঁদাবাজ-ভূমিদস্যুদের ভয়ে এলাকাবাসী আতঙ্কিত এবং ভুক্তভোগী অনেকে মুখ খোলা থেকে পিছু পা হয়ে আছে।

ফারমিদা শারমিন খান বলেন, ৪ বছর আগে তার স্বামী আতিকুর রহমান খান আব্বাসের মালিকাধানী মেসার্স জুয়েল স্টিল রি-রোলিং মিল-এ এম.এস. স্ক্রাব বাবদ ৮৭ লাখ ৪৩ হাজার টাকার মাল নেয় মজিবুর গং।

দেড় মাসে ৪২ লাখ টাকা প্রদান করলেও বাকি ৪৫ লাখ ৪৩ হাজার টাকা না দিয়ে উল্টো  বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে। মজিবুর ফতুল্লার মধ্য সস্তাপুর হাজী লাল চান মিয়ার ছেলে। মজিবুর ও তার ছোট ভাইয়ের নানা অপকর্ম তুলে ধরে ১২ মে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট (স্ট্যাটাস) দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদেরই ছোট বোন ফাহমিদা শারমিন খান।কিন্তু ১২ মে ফেসবুকে পোস্ট (স্টাটাস) দেয়ার কারণে মজিবুর রহমান ফাহমিদা শারমিন এবং তার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালসহ গুম-হত্যা করার হুমকি প্রদান করেন। যার ফলে তারা স্বামী-স্ত্রী জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন উল্লেখ করে ১৩ মে ফাহমিদা শারমিন খান আরেকটি পোস্ট দেন ফেসবুকে। সেখানে  তিনি লিখেন, আওয়ামীলীগের নামধানী নেতা মুজিবুর-জুয়েল দুভাই কোনো ব্যবসা করেন না, না করেন চাকুরী। তাদের আয়ের একমাত্র উৎস এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল এবং বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন উপায়ে টাকা আত্মসাত করা। তার আপন আরেক ছোট বোন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর সে পাওনা টাকা চাইতে গেলে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এসব ঘটনার মূল হোতা মোঃ মুজিবুরের শশুর আরব আলীকে আমার বড় মেয়ে ১ মাস আগে সব ঘটনা এবং আমার স্বামীর ক্যান্সারের কথা জানিয়ে শত আকুতি করে সেই পাওনা টাকা ফেরত চাইলে মুজিবুর তার শশুরকে অবজ্ঞা করে টাকা ফেরতের কথা অস্বীকার করে।
ফেসবুকে দেয়া ফারমিদা শারমিনের দুটি পোস্ট হুবহ তুলে ধরা হলো-

১. আওয়ামীলীগের নেতা নামধারী ফতুল্লা থানার কার্যকরী সদস্য মুজিবুর রহমান তার আপন ছোটো বোন ফাহমিদা শারমিন খান শিখা-এর স্বামী মোঃ আতিকুর রহমান খান আব্বাসের নিকট হইতে আজ থেকে ৪ বছর আগে মেসার্স জুয়েল স্টিল রি-রোলিং মিল-এ এম.এস. স্ক্রাব বাবদ ৮৭ লক্ষ ৪৩ হাজার টাকার মাল গ্রহণ করে। দেড় মাসে ৪২ লক্ষ টাকা প্রদান করে। বাকি ৪৫ লক্ষ ৪৩ হাজার টাকা আজও পর্যন্ত না দিয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। মোঃ মুজিবুর তার আপন ছোট বোনের কল রিসিভ করেন না। তার স্ত্রীর নাম্বারে কল দিলে মেয়ে কে দিয়ে রিসিভ করায়। এ টাকা মোঃ শাহজাহান , মোঃ মুজিবর এবং মোঃ জুয়েল আত্মসাতের পায়তারা করে। বিভিন্ন সময় তারা জমি বিক্রয়, তাদের স্ত্রীর স্বর্ণ বিক্রয়, মুজিবর-জুয়েল এর বাড়ি বিক্রয় করে পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেয়।

২. ৪ বছর আগে সস্তাপুর নিবাসী মোঃজুলহাস মিয়ার ৪.৫ শতাংশ জমি তার নিজের বলে মোঃ মুজিবর জমি মৌখিক বায়না বাবদ ২লক্ষ টাকা গ্রহণ করে।যখন আমি জানতে পারলাম উক্ত জমি মুজিবুর সাহেবের নয় তখন উক্ত টাকা ফেরত চাইলে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে যা তার পরিবার সদস্যের অনেকেই জানে।

আর আমি, মোঃ আতিকুর রহমান খান আব্বাস, একজন ক্যান্সারে আক্রান্ত রোগী এ সম্পর্কে অবগত থেকেও তারা টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে।টাকার কারণে সঠিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিনা।

যার কাছে ছোটো বোন এবং বোন জামাতার মূল্যায়ন নেই তার মানুষ হিসেবে মূল্যায়ন পাওয়াটা কী প্রশ্নের মুখে পরে নাহ?

তার কাছে বঙ্গবন্ধুর হাতের তৈরি বাংলাদেশ আওয়ামীলীগ ফতুল্লা শাখা কীভাবে মূল্যায়ন-নিরাপত্তা পাবে? এ প্রশ্ন মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান সাহেবের নিকট জানতে চাই।

১৩ মে এর পোস্ট

আস্সালামু আলাইকুম

গতকাল আমি ফেইসবুকে একটি পোস্ট শেয়ার করে মাননীয় সংসদ সদস্য জনাব এ.কে.এম. শামীম ওসমান সাহেবের নিকট এক আবেদন করার কারণে সস্তাপুর নিবাসী আওয়ামীলীগের নেতা নামধারী সেই মোঃমুজিবুর রহমান (যিনি আমার আপন বড় ভাই) আমাকে এবং আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালসহ গুম-হত্যা করার হুমকি প্রদান করেন। যার ফলে আমরা জীবন সংকায় ভুগছি।

বিঃ দ্রঃ আমার ক্যান্সারে আক্রান্ত স্বামী মোঃ আতিকুর রহমান খান আব্বাস ৪বছর ধরে ব্যাবসা বাবদ ৪৫ লক্ষ ৪৩ হাজার টাকা ও জমি বাবদ ২ লক্ষ টাকা মোঃ মুজিবুর ও মোঃ জুয়েল হতে পাওনা।

এই মুজিবুর-জুয়েল দুভাই কোনো ব্যাবসা করেন না, না করেন চাকুরী। তাদের আয়ের একমাত্র উৎস এলাকায় চাঁদাবাজি , ভূমি দখল এবং বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন উপায়ে টাকা আত্মসাত করা। তার আপন আরেক ছোটোবোন থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর সে পাওনা টাকা চাইতে গেলে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

এসব ঘটনার মূল হোতা মোঃ মুজিবুরের শশুর জনাব আরব আলীকে আমার বড় মেয়ে আজ থেকে ১ মাস আগে সব ঘটনা এবং আমার স্বামীর ক্যান্সারের কথা জানিয়ে শত আকুতি করে সেই পাওনা টাকা ফেরত চাইলে মুজিবুর তার শশুরকে অবজ্ঞা করে টাকা ফেরতের কথা অস্বীকার করে।

তারও এক বছর আগে মুজিবুর-জুয়েলের বড় ভাইয়ের নিজ বাসভবনে চারবোন ও বড় ভাই-ভাবীর উপস্হিতিতে মুজিবুর জমি বিক্রি করে টাকা দিবে বলে প্রতিজ্ঞা করে এরপর তারা বড় ভাইদেরও মানে না।

ওয়ারিশ হিসেবে আমাদের পাওনা জমির ওপর আলিশান বাড়ি করে মুজিবুর-জুয়েল বসবাস করছে। তাহলে পৈত্রিক সম্পত্তি থেকে কী আমরা বোনেরা বঞ্চিত হবো? আজও পর্যন্ত পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি এ দুভাই আত্মসাত করছে।

যারা নিজের বোনদের হক নষ্ট করে তারা কীভাবে আওয়ামীলীগ ফতুল্লা শাখা চালাতে পারে? তারা জনগণেরও হক নষ্ট করে খাচ্ছে এবং ভবিষ্যতেও খাবে।

এই দুই চাঁদাবাজ-ভূমিদস্যুদের ভয়ে এলাকাবাসী আতঙ্কিত এবং ভুক্তভুগি অনেকে মুখ খোলা থেকে পিছু পা। আপন বোন ও বোন জামাতার টাকা আত্মসাত করে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি যারা দেয় তাদের দ্বারা সমাজসেবা ও রাজনীতি করা কী সম্ভব? আমি এর বিচার চাই মাননীয় সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান সাহেবের কাছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell