শনিবার ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৪
শিরোনামঃ
নির্বাচন নিয়ে বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন যারা, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর-প্রেস সচিব শফিকুল। আলম গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চলছে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধ হয়ে যড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকাণ্ডের দায় ‘নিরাপত্তা বাহিনী’র ওপর দিলেন শেখ হাসিনা। নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার নোয়াখালীতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, শিশু নিহত রাঙামাটি হাসপাতালে সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে-প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ১০ দিন নিরাপত্তার দাবিজাতীয় হিন্দু মহাজোট। সাংবাদিকদের মারধর, ক্যামেরা ভাঙচুর ও মোবাইল লুট মামলায় -বি এন পি নেতা শাহাদাতকে কারাগারে।

লকডাউন বাস্তবায়নে আইনশৃংখলা বাহিনী।মিথ্যা অজুহাত- দিলে হবে দন্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৬, ২০২১, ১:৫২ পূর্বাহ্ণ
  • ৬২৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ-

চলছে ৭দিন ব্যাপী কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়নে কঠোরতায় আইনশৃংখলা বাহিনী। বাহিরে বের হলেই বাধার সম্মুখীন। দিতে হবে জবাব। ৪ঠা জুলাই রবিবার ছিল লকডাউনের চতুর্থ দিন। আজ ৫ই জুলাই সোমবার চলছে লকডাউনের পঞ্চম দিন। শহরের বিভিন্নস্থানে চেকপোস্ট ছাড়াও টহলে ছিলে সেনাবাহিনী ও বিজিবির সদস্য। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-নাারয়ণগঞ্জ লিংক রোড, শহরের চাষাঢ়া, ২নং রেল গেইট, খানপুর এলাকাগুলোতে সার্বক্ষনিক চেকপোস্টে বসে আছে পুলিশ সদস্যরা। তবে বিভিন্ন এলাকার শাখা সড়ক দিয়ে অপ্রয়োজনে মানুষ বের হতে চাইলেও টহলরত সেনা ও বিজিবি সদস্যের কারণে সেখানে বাধায় পড়েছেন। আবার অনেককেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের এর কাছে গুনতে হয়েছে জরিমানা। আজ লকডাউনের পঞ্চম দিনে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাছাড়া শহরের বিভিন্ন স্থানে রয়েছিলো পুলিশের চেকপোস্ট। এছাড়াও মাঠে বিজিবি ও সেনাবাহিনী ও র‌্যাবের ছিল কঠোর তৎপর। সকাল থেকেই শহরের চাষাড়া এলাকায় কঠোর অবস্থানে ছিলো আইন-শৃঙ্খলা বাহিনী সহ ম্যাজিস্ট্রেটগণ। এদিকে ৪ঠা জুলাই রবিবার দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে তল্লাশি কালে ব্যক্তিগত গাড়ি নিয়ে আম কিনতে বের হয়ে ম্যাজিস্ট্রেটকে মিথ্যা বলে ফেসে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের শাস্তি পান তিশান নামে একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীকে গুনতে হয়েছে ২শত টাকা এবং সর্তক করে ছেড়ে দেন ম্যাজিস্ট্রেট। এসময় সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও করা কালীন ক্ষেপে উঠতে দেখা যায়। ওই দিন প্রথমে গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় তিশান বলেন, সে কলেজের অ্যাসাইনমেন্ট করতে বের হয়েছেন। পরে তার বাবাকে ফোন দিতে বলেন ম্যাজিস্ট্রেট। বাবাকে ফোন দিলে তিনি জানান, তার ছেলে গাড়ি নিয়ে আম কিনতে বের হয়েছেন। এর আগে ৩ই জুলাই শনিবার দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় এক ব্যবসায়ীকে গুনতে হয়েছিলো ২ হাজার টাকা জরিমানা। ওই দিন সেই ব্যবসায়ী ব্যাক্তিগত গাড়ী নিয়ে পরিবার নিয়ে বের হয়েছিলো ঘুরতে সময় চাষাড়া শহীদ মিনারের রাস্তায় আসলে তার গাড়ী থামিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ম্যাজিস্ট্রেট এর মুখোমুখি হলে তখন তাকে প্রশ্নবিদ্ধ হতে হয়। সেই ব্যবসায়ী মিথ্যা কথা বলে বাজারে অজুহাত দিয়ে পরে নিজেই ফেসে যান। এ সময় সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও করা কালীন ক্ষেপে উঠতে দেখা যায়। এছাড়াও ছবি তুলার সময় ক্ষেপে উঠে সেই ব্যবসায়ী। এদিকে, রবিবার সকালে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনীর সদস্যদের নিয়ে এ সভা করেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। এ সময় সামনের দিনগুলোতে লকডাউন বাস্তবায়নে আরো কঠোরতা হবে বলে তিনি জানান। তাছাড়া এখন যারা এলাকায় জনসমাগম করছে, তাদের জন্য আইনশৃংখলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell