মঙ্গলবার ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৯
শিরোনামঃ
Logo কবিতা উৎসব 2025 ও মানবতার অগ্রদূত ধ্রুবজ্যোতি সম্মাননা প্রদান অনুষ্ঠান Logo নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার Logo প্রেমিকার সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসায় ভারতীয় যুবককে আটক Logo চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই শুরু Logo ল কলেজের ছাত্রীর ন্যায় বিচারের প্রতিবাদে, গড়িয়াহাট মোড়ে র‍্যালি করতে গিয়ে, সুকান্ত মজুমদার গ্রেপ্তার। Logo আনন্দবাজার পত্রিকা আয়োজিত, ট্যুরিস্ট স্পট মেলায়.. গো এভ্রি হোয়ার এবং ট্রাভেলিক্সার শুভ সূচনা Logo বিল্ডিংয়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রাজমিস্ত্রির লাশ উদ্ধার Logo কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ,গ্রেপ্তার-১ Logo ৩বছর এগ্রিমেন্টে কমার্শিয়াল প্রপাটি ভাড়া নিয়ে জোর পূর্বকদখল করে রাখে মানস রায়প্রপাইটি মালিক রিতেন মাদগাড়িয়াকে হত্যার চেষ্টায় মাথা ফাটিয়ে দিলে দীর্ঘ বছর নিজের প্রপাইটি নিয়ে উচ্ছেদ মামলা করে আদালতের রায়ে পুলিশ প্রশাসন নিয়ে উচ্ছেদ করে দখল বুজে নেন মালিক। Logo দূর্গম চৌহালীতে পুষ্টি সুবিধা বঞ্চিত ২২ হাজার শিশু শিক্ষার্থী

কলকাতায়,সাইনী মাহিন্দ্র গ্রুপ শোরুমের শুভ সূচনা করেন প্রধান অতিথি- অভিনেত্রী নুসরাত জাহান।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২৫, ২:০৭ পূর্বাহ্ণ
  • ৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

সাইনী মাহিন্দ্র গ্রুপ শোরুমের শুভ সূচনা করেন প্রধান অতিথি- অভিনেত্রী নুসরাত জাহান।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

১৭ ই ফেব্রুয়ারী সোমবার, ঠিক বিকেল চারটায়, ৮/১ই ডায়মন্ড হারবার রোডে অবস্থিত, মাঝেরহাট সংলগ্ন এলাকায়, একটি নতুন গাড়ীর শোরুমের শুভ সূচনা হলো সাইনী মাহিন্দ্র গ্রুপের । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং শোরুমের শুভ সূচনা করলেন, অভিনেত্রী নুসরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় এবং সাইনী গ্রুপের সি ই ও সুধীন পট্টনায়ক (তপন পট্টনায়ক), চিরঞ্জিত সিং সাইনী ( সিএমডি অফ সাইনী গ্রুপ), জশনদীপ সিং সাইনী ( ডিরেক্টর অফ সাইনী গ্রপ), মিস্টার পঙ্কজ দেশমুখ ( জোনাল হেড অফ মাহিন্দ্রা), দীপক সেপ্তা ( আরএসএম মাহিন্দ্রা)

প্রদীপ প্রজ্জ্বলনের চিত্র

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং শোরুমের শুভ সূচনা করলেন, অভিনেত্রী নুসরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় এবং সাইনী গ্রুপের সি ই ও সুধীন পট্টনায়ক (তপন পট্টনায়ক), চিরঞ্জিত সিং সাইনী ( সিএমডি অফ সাইনী গ্রুপ), জশনদীপ সিং সাইনী ( ডিরেক্টর অফ সাইনী গ্রপ), মিস্টার পঙ্কজ দেশমুখ ( জোনাল হেড অফ মাহিন্দ্রা), দীপক সেপ্তা ( আরএসএম মাহিন্দ্রা)

একটি সুন্দর কেক কাটার মধ্য দিয়ে নতুন শোরুমের শুভ সূচনা করলেন।

এরপর প্রত্যেক অতিথিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন,

এরপর প্রত্যেক অতিথিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন, শুধু তাই নয় , শুভ সূচনার পর একটি ফ্যাশন আয়োজন করা হয়।

তাহার সাথে সাথে অভিনেত্রী নুসরত জাহান ও অভিষেক রায়ের হাত দিয়ে কয়েকটি সুন্দর মডেল গাড়ির আবরণ উন্মোচন করলেন।

এবং চড়তিবাজীর সুন্দর রসনায় ভরে উঠল এই শোরুম। মাহিন্দ্রা গ্রুপ, বাজারে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ী বাজারে এনেছে, যাহা ক্রেতাদের অবশ্যই মন কাড়বে,

বিভিন্ন কোম্পানীর সহিত টেক্কা দিতে ও বাজার ধরতে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ক্রেতাদের হাতে তুলে দিতে এই ধরনের গাড়ীর মডেল বাজারে নিয়ে আসলো।

যে সকল গাড়ীগুলি শোরুমে সাজানো হয়েছে, সেই গানগুলি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানান, যে গাড়িগুলির ক্যাপাসিটি এত রকম রয়েছে, এবং গাড়িগুলি যেভাবে তৈরি করেছেন অতি অবশ্যই ক্রেতাদের মন কাড়বে,

আমারও গাড়ি আছে কিন্তু এই ধরনের ক্যাপাসিটি আমার গাড়িতে নাই। নিজেই গাড়ির ক্যাপাসিটি দেখে অবাক কিছুটা হয়েছি, আশা করছি মহেন্দ্র গ্রুপ,

আরো ভালো অনেক মডেল বাজারে নিয়ে আসবে এবং ক্রেতাদের মন জয় করবে, এইটুকুই কামনা করব। কারণ বাজারে কম্পিটিটর অনেক রয়েছে,

তাহাদের সহিত টেক্কা দিয়ে মাহিন্দ্র গ্ৰুপ এগিয়ে যাবে বহুদূর, ক্রেতারাও নতুন নতুন মডেলের গাড়ি কেনার সুযোগ পাবে।

কারণ ক্রেতাদের উপর নির্ভর করে ও চাহিদার উপর তৈরি হয় এই সকল গাড়ী

 “”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell