
সকাল থেকেই বহু ভক্ত উপস্থিত হয়েছেন। অন্যদিকে রামনবমীর তিথিতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাঢুড়াতে রাম মন্দিরের ভূমি পূজো উপস্থিত হয়।, এই পূজায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোনাচুড়াতে চার বিঘার জায়গার উপর তৈরি হবে রাম মন্দির, আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাই রামনবমীর পূর্ণ তিথিতে ভূমি পূজো অনুষ্ঠিত হয়।





আকাশে দ্রোন উড়িয়ে মিছিলে ও ভিড়ের উপর নজর রাখা হবে, সুস্থ ও শান্তিপূর্ণ মিছিল করার জন্যই এই সকল নির্দেশিকা দেন। তবে সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে শোভাযাত্রা হচ্ছে।