বুধবার ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৮:০৯
শিরোনামঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার সরকারি ছুটি। খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন -নাহিদ ইসলাম। শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায় ৩৫ বছরের পথচলায় “দাদাঠাকুর শিক্ষা নিকেতন” না ফেরার দেশে চলে গেলেন বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অসুস্থ সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির খোঁজ নিতে বাসায় গেলেন জামায়াত নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন,সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারর শোক।। সোনারগাঁয়ে জয়নুল জন্মোৎসব-২০২৫ ও পাঁচ দিনব্যাপি মেলার শুভ উদ্বোধন শাহবাগ হাদি চত্বরে পিস্তল সহ যুবক গ্রেফতার। সারাদেশ কাপঁছে শীতে বাদ পড়েনি ঢাকা-দেখা মিলছেনা সূর্যের।

শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায় ৩৫ বছরের পথচলায় “দাদাঠাকুর শিক্ষা নিকেতন”

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩১, ২০২৫, ৩:২৯ পূর্বাহ্ণ
  • ৯ ০৯ বার দেখা হয়েছে

শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায় ৩৫ বছরের পথচলায় “দাদাঠাকুর শিক্ষা নিকেতন”

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””

জঙ্গিপুরে শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায়৩৫ বছরের পথচলায় “দাদাঠাকুর শিক্ষা নিকেতন” থেকে

DADATHAKUR INSTITUTION & CULTURAL UNIVERSITY

জঙ্গিপুর তথা মুর্শিদাবাদের শিক্ষা ও সংস্কৃতি জগতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল রাজ্যবাসী। দাদাঠাকুর—যাঁর আসল নাম শরৎচন্দ্র পণ্ডিত (১৮৮১–১৯৬৮), বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, ব্যঙ্গরসিক, সমাজসমালোচক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ—তাঁর স্মৃতিকে চিরজাগরুক করে রাখতেই ১৯৯১ সালে “দাদাঠাকুর শিক্ষা নিকেতন”

প্রতিষ্ঠা করেছিলেন সমাজসেবী ও শিক্ষানুরাগী ডঃ অপূর্ব চক্রবর্তী মহাশয়।
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদে জন্মগ্রহণকারী ডঃ চক্রবর্তী পেশায় একজন পেডিয়াট্রিক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হলেও তাঁর প্রকৃত নেশা—শিশু মনের বিকাশ ও সমাজ গঠন। তাঁর বিশ্বাস,

“সুশিক্ষা ও সুস্বাস্থ্যই দেশের ভবিষ্যৎ সভ্যতার প্রধান স্তম্ভ।”

এই দর্শনকে সামনে রেখেই দাদাঠাকুর শিক্ষা নিকেতন শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিশুদের চারিত্রিক গঠন, নৈতিক শিক্ষা, খেলাধুলা, নাচ-গান, আবৃত্তি, নাটক ও বাস্তবমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী বহু শিশুকে এখানে সম্পূর্ণ অবৈতনিক শিক্ষাও প্রদান করা হয়।বিদ্যালয়ের এক অনন্য বৈশিষ্ট্য হল পিতা-মাতা সচেতনতা কর্মসূচি—

“পিতা জগতের আলো”,
“মা তুমিও শিক্ষক”,
“মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা”—

এই ভাবনার মধ্য দিয়ে অভিভাবকদেরও শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়।
সামাজিক দায়বদ্ধতায় অনন্য দৃষ্টান্ত

 

ডঃ অপূর্ব চক্রবর্তী মহাশয় কেবল একজন শিক্ষাবিদ নন, তিনি একজন সফল সমাজগঠকও।

কন্যাদায়গ্রস্ত পরিবার, দারিদ্র্যপীড়িত মানুষদের পাশে দাঁড়ানো, বাল্যবিবাহ রোধ, শিশু শ্রম বিরোধিতা, নারী শিক্ষা ও নারী অধিকার, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির মাধ্যমে তিনি সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এই সকল কর্মকাণ্ডের জন্য তিনি ভারত সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত।

তাঁর নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ দাদাঠাকুর শিক্ষা নিকেতন ISO 9001:2015 স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
৩৫ বছরের স্বপ্ন আজ বাস্তব

৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম, সততা, নিষ্ঠা ও সময়ানুবর্তিতার ফলস্বরূপ আজ দাদাঠাকুর শিক্ষা নিকেতন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতিষ্ঠানটি আজ রূপ নিয়েছে—

DADATHAKUR INSTITUTION & CULTURAL UNIVERSITY
HONORS & AWARDS CEREMONY – 2025


তারিখ: ২৮ ডিসেম্বর, ২০২৫ (রবিবার)
সময়: দুপুর ২:৩০ থেকে
স্থান: দাদাঠাকুর ইনস্টিটিউশন গ্রাউন্ড, জঙ্গিপুর

এই উপলক্ষে আয়োজিত হবে এক বর্ণাঢ্য সম্মাননা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন বরণ, মেধা সম্মান, চতুর্থ শ্রেণীর বিদায় সংবর্ধনা, শিক্ষক ও অভিভাবক সম্মাননা, মাতৃ সম্মাননা, নৃত্য-নাট্য ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান হয়ে উঠবে এক অনন্য মিলনমেলা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল HONORARY DOCTORATE AWARDS – 2025, যেখানে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হবে। উপস্থিত থাকবেন কিংবদন্তী অভিনেত্রী ও পরিচালক মানসী সিনহা, অভিনেতা সত্যম মজুমদার, প্রদীপ কুমার মৌলিক, শ্যামাশিষ পাহাড়ী, অভ্রজিত চক্রবর্তী সহ বহু বিশিষ্ট অতিথিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাদাঠাকুর শিক্ষানিকেতনের সভাপতি শ্রী নিতাইচন্দ্র ঘোষ মহাশয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতি সঞ্চিতা দাস মহাশয়া ও পর্যবেক্ষক শ্রীমতি সান্ত্বনা প্রামানিক মহাশয়া।শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য দৃষ্টান্তদাদাঠাকুরের আদর্শকে বুকে ধারণ করে ডঃ অপূর্ব চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আজ শুধুমাত্র একটি বিদ্যালয় নয়—এটি একটি আন্দোলন, একটি সংস্কৃতি, একটি ভবিষ্যৎ নির্মাণের কারখানা।

জঙ্গিপুর তথা রাজ্যবাসীর কাছে দাদাঠাকুর ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটি আজ গর্বের নাম, অনুপ্রেরণার আলো।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell