””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের “কল্পতরু” লীলাভূমি কাশীপুর উদ্যানবাটিতে আজ ১লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হলো কল্পতরু উৎসব।

১৮৮৬ খ্রিস্টাব্দে এই দিনেই গলার কর্কট রোগে আক্রান্ত ঠাকুর ডাক্তারের বারণ সত্ত্বেও নেমে এসেছিলেন সাধারণ মানুষের কাছে। দুপুর তিনটের সময় ভক্ত বৎসল ঠাকুর গিরিশ, রাম,অতুল প্রভৃতি ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন “




খিচুড়ি এবং বোদে প্রসাদ হাতে তৃপ্ত মনে বাড়ি ফেরেন ভক্তরা।রামকৃষ্ণ মঠ কাশীপুরের উদ্যোগে আগামী ৩ শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরের স্মরণ মনন করা হবে।

উল্লেখ্য আজকের দিনে রামকৃষ্ণ দেবের ভাবধারায় কল্পতরু উপলক্ষে দক্ষিণেশ্বর,আদ্যাপীঠ এবং বেলুড় মঠেও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।
