
পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়—এ এক আত্মিক প্রশান্তির যাত্রা।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
DELUXE APANJAN GUEST HOUSE তারাপীঠ মন্দির সংলগ্ন | দ্বারকা নদীর শান্ত পাড়ে অবস্থিত
পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়—এ এক আত্মিক প্রশান্তির যাত্রা।
সেই যাত্রাকে আরও আরামদায়ক, স্মরণীয় ও বিলাসময় করে তুলতেই—
DELUXE APANJAN GUEST HOUSE।
বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের অনন্য সংমিশ্রণ
* সুপরিকল্পিত, প্রশস্ত ও ঝকঝকে পরিস্কার ঘর
* আধুনিক সুযোগ-সুবিধাসহ স
ম্পূর্ণ ঘরোয়া পরিবেশ
* নরম আলো ও শান্ত আবহে আরামদায়ক বিশ্রাম
* অতিথিদের জন্য আন্তরিক, ভদ্র ও যত্নশীল পরিষেবা
* সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম মানের থাকার ব্যবস্থা

সুবিধাসমূহ
* নিরাপদ গাড়ি পার্কিং
* সম্পূর্ণ রান্নার সুব্যবস্থা
* পরিবার ও মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা
* মায়ের পুজো ও বিশেষ আরতির সুব্যবস্থা
প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া
* বেলকুনি থেকে দ্বারকা নদীর মনোমুগ্ধকর দৃশ্য
* ভোরের আলো, নদীর হাওয়া আর পাখির কলরবে দিন শুরু
* সন্ধ্যায় শান্ত পরিবেশে আত্মিক প্রশান্তি
বিশেষ আয়োজনের জন্য আদর্শ স্থান
* বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, ভোগ বা অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের অতিথি আপ্যায়নের সুব্যবস্থা
* দলবদ্ধ তীর্থযাত্রীদের থাকার উপযুক্ত ব্যবস্থা
মায়ের মন্দির মাত্র ৩ মিনিট হাঁটার পথ
দর্শনে যেমন সুবিধা, বিশ্রামে তেমনই নিশ্চিন্ততা।
এমন এক পরিবেশ—

যেখানে একবার এলে, মন চায় বারবার ফিরে আসতে।
আপনার তারাপীঠ যাত্রাকে দিন রাজকীয় স্বাচ্ছন্দ্য ও ভক্তির পূর্ণতা—
DELUXE APANJAN GUEST HOUSE এ আপনাকে সাদর আমন্ত্রণ।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
এ বিভাগের আরও খবর...