শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১:২৭
শিরোনামঃ
Logo সাভার আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Logo নীলফামারী ডোমার ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত। Logo (ঢাবি)তে তোফাজ্জল হত্যা-৬ শিক্ষার্থী স্বীকার জবানবন্দি,জেল হাজতে প্রেরন। Logo উপজেলার পর জেলা পর্যায়েও  শ্রেষ্ঠ হলেন গুণী শিক্ষক আমিনুল ইসলাম Logo সোনারগাঁয়ে ২৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক Logo সুবর্ণখুলী সাবুদের হাট বলাকা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo আসছে নাটক ‘মতিনের ফেসবুক প্রেম’ Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গ মুন্সিগঞ্জে দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। Logo গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ‌ও আহতদের দীর্ঘমেয়াদে পুনর্বাসন করা হবে-উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। Logo (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যায় ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

পশু বিক্রির প্রতিযোগিতায় নেমে পড়েছেন ব্যাপারীরা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৪, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ
  • ৭৪ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

 

 

পশু বিক্রির প্রতিযোগিতায় নেমে পড়েছেন ব্যাপারীরা

দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী গরু-ছাগলের হাটগুলো জমে উঠতে শুরু করেছে।

এরইমধ্যে পশু বিক্রির প্রতিযোগিতায় নেমে পড়েছেন ব্যাপারীরা। কে কত দামে আর কত দ্রুত পশু বিক্রি করে ফিরতে পারবেন – সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্রেতাদের আকর্ষণে নিজেদের গরু-ছাগলগুলো নানান নামে ও সাজে সাজিয়ে হাটে তুলেছেন ব্যাপারীরা।

এমন পরিস্থিতিতে ক্রেতাদের টানতে অভিনব এক অফার দিয়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী স্থায়ী গবাদিপশুর হাটের এক বিক্রেতা।

তার কুরবানির গরুটি কিনলে ক্রেতাকে সঙ্গে একটি ছাগল ফ্রি দেবেন বলে ঘোষণা দিয়েছেন ওই বিক্রেতা। শুধু ঘোষণাই নয়, ফ্রি’র সেই ছাগলটি ওই গরুর সঙ্গে বেঁধে রেখে ক্রেতাদের আকর্ষিত করছেন তিনি।

এমন লোভনীয় অফার দেওয়া বিক্রেতার না মো. আইয়ুব। ক্রেতাদের আকর্ষণ করতে নিজের গরু ও ছাগলের নামও রেখেছেন তিনি।

গরুটির নাম শুকুরাজা ও ছাগলটির নাম ভোলা।

জানা গেছে, বিক্রেতা মো. আইয়ুবের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট থানার খেলনা ইউনিয়নের চঘড়ি বাদানিপাড়া গ্রামে। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় শুকুরাজ, ভোলা ও আরো একটি গরু নিয়ে গাবতলী হাটে এসেছেন তিনি।

কথা হয় আইয়ুবের সঙ্গে। তিনি বলেন, শুকুরাজের বয়স সাড়ে তিন বছর। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন ২০ মণ। উচ্চতা সাড়ে ৪ ফুট এবং লম্বায় প্রায় ৭ ফুট। এর সঙ্গে যে ছাগলটি ফ্রি দেওয়া হবে সেটির ওজন ৪০ কেজি।

সাড়ে ৭ লাখ টাকায় শুকুরাজকে বিক্রি করবেন বলে জানান আইয়ুব। তবে দামাদামি করে কিছু কম হলেও বিক্রি করবেন। এখন পর্যন্ত গরুটির দাম সাড়ে পাঁচ লাখ উঠছে বলে জানান তিনি।

আইয়ুব বলেন, এটি আমার খামারের প্রথম জন্ম নেওয়া গরু। শুক্রবার জন্মেছে বলে নাম রাখছি শুকুরাজ। আদর-যত্নে সাড়ে তিন বছর এটিকে লালনপালন করেছি। আমাদের গ্রামে শুকুরাজের থেকে বড় আর কোনো গরু নাই।

তিনি আরও বলেন, শুকুরাজকে প্রতিদিন ৭০০ টাকার খাবার খাওয়ানো হয়। তার খাবারের মধ্যে আছে সরিষার খৈল, গমের আটা, ভুসি, ধানের গুড়া, খড়, কাঁচা ঘাস। গরুটিকে আমি এতো ভালোবাসি যে, যিনি এটি কিনবেন তাকে একটি ছাগল উপহার দেব। ছাগলটি আমি শুকুরাজের সঙ্গে ফ্রি দেওয়ার জন্য কয়দিন আগে কিনেছি ৷ এমনকি যিনি কিনবেন তার বাসায় গরু ও ছাগল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।

শুকুরাজ ছাড়াও আরো একটি গরু নিয়ে এসেছেন আইয়ুব। সেটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell