বৃহস্পতিবার ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৪০
শিরোনামঃ
দেশজুড়ে অভিযান ওয়ারেন্টভুক্ত ১২০৭ সর্বমোট ১৭৪৮ জন গ্রেফতার করে পুলিশ চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগে গুলি করে হত্যার চেষ্টা “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রাথমিক বিদ্যালয় থেকে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের বিবৃ গোয়ালবাটীতে জমকালো আয়োজনে রাস উৎসবের উদ্বোধন। জাপানে জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ১৩টি সমঝোতা চুক্তি। স্বচ্ছ প্রক্রিয়ায় ডোমারে পুরাতন ভূমি অফিস ভবনের নিলাম অনুষ্ঠিত রাজধানীতে স্ত্রীকে হত্যার পর বস্তায় লাশ ভরে পালিয়ে যান স্বামী আশিক মোল্লা। মেহেরপুরে বিএনপি ২ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ -শহর রণক্ষেত্রে পরিণত.। আগারগাঁও প্রগতি সরণিতে”স্বাধীনতা তোরণ”মুক্তি তোরণ’ ২ টি তোরণ উদ্বোধন করেন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। শারদ উৎসবের পর, ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন।

বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে,- তৃণমূল কংগ্রেসের এস সি ,ওবি সি ,এস টি সেল এর আহ্বানে- প্রতিবাদ সভা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৩, ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ণ
  • ৪০ ০৯ বার দেখা হয়েছে

বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে,- তৃণমূল কংগ্রেসের এস সি ,ওবি সি ,এস টি সেল এর আহ্বানে- প্রতিবাদ সভা

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

১২ ই সেপ্টেম্বর শুক্রবার, ঠিক দুপুর ১২:০০ টায়, ধর্মতলা ডড়িনা ক্রসিংয়ের সংযোগস্থলে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের এস সি, ওবিসি, এস টি সেলের আহহানে, এবং ডক্টর তাপস মন্ডল এর নেতৃত্বে, বাংলা ভাষীদের উপর বিজেপির সন্ত্রাস ও বাঙালি- বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে চলছে প্রতিবাদ সভা ও ধর্ণা ।

এই প্রতিবাদ সভা দুপুর ১২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।, এবং এই প্রতিবাদ বিশ্বকর্মা পুজো আগের দিন পর্যন্ত চলবে‌ , এরপর ঠিক করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেবেন।

আজকের প্রতিবাদ সভায় উপস্থিত হন, মন্ত্রী বীর বাহা হাঁসদা, বিধায়ক দেবাশীষ কুমার, ড: তাপস মন্ডল, কাউন্সিলর গোপাল সাহা, সন্ধ্যা রানী টুডু, বাপন নস্কর, শ্যামল সাঁতরা, তাপস ঘোষ,

জয় প্রকাশ টুডু, মিনা গুপ্তা, মিলি রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আহবানে,

কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি, এস আই আর ও বাংলা ভাষাকে পরিবর্তন করার জন্য,, এবং এস আই আর এর নামে, বাঙ্গালীদের ওপর অকথ্য অত্যাচার,

এমনকি বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়ার বিরুদ্ধে এই প্রতিবাদ সভাও ধরনা চলছে। কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার উপর বঞ্চনা শুরু করেছেন, আমরা কখনোই মেনে নেব না, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি, যতদিন না কেন্দ্রীয় সরকার আমাদের দাবি মেনে না নেবে,

আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। আজকের সবাই একের পর এক তীব্রভাবে কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপি সরকারকে ধিক্কার জানালেন।, শুধু তাই নয় তারা আজকের মঞ্চে জানিয়ে দেন 2026 এ বাংলায় বিজেপি সরকার থাকবে না। আর যদিও থাকে আমরা ৫০ টার বেশি আসনে পেরতে দেব না।

তারা বলেন কেন্দ্রীয় সরকার, সমস্ত প্রকল্পের টাকা আটকে দিয়েছে, কিন্তু তাতেও আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে , ইডি, সি বি আই এর ভয় দেখিয়ে বন্ধ করে রাখতে পারবে না, আর সবাই জেনে গেছে, ভোট আসলেই কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআই দেখায়, তাহাতে পশ্চিমবাংলায় তৃণমূলের ভোট বাড়ে , কমেনা। একই সাথে মন্ত্রী বীর বাহা হাঁসদা ও জয় প্রকাশ টুডু বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য যেভাবে কাজ করে চলেছেন, বাঙ্গালীদের পাশে যেভাবে রয়েছেন,

আমরা কৃতজ্ঞ, শহর থেকে পাহাড়ে, পাহাড় থেকে গ্রামে বিভিন্ন প্রকল্পের জনজোয়ার এনে দিয়েছেন, এমন কি আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি আলাদা প্রকল্প করে দিয়েছেন, কানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা উপকৃত হয়, তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সম্মান দিয়েছেন, তাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলব এখন থেকে তৈরি হও, বিজেপিকে বাংলা থেকে হটাতে হবে, বাংলায় বিজেপির কোন ঠাঁই থাকবে না, আর দেখতে চাই, বাংলাভাষী মানুষদের উপর, পরিযায়ী শ্রমিকদের ওপর কতো অত্যাচার করতে পারে, একটা কথা জেনে রাখা দরকার

এটা রবীন্দ্রনাথের বাংলা, ক্ষুদিরামের বাংলা, নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা, এখানে অন্য কোন ভাষার ঠাঁই হবে না।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell